所属专辑:Bastushaap (Original Motion Picture Soundtrack)
歌手: Arijit Singh
时长: 05:47
Tomake Chuye Dilam (Male Version) (《Bastushaap》电影插曲) - Arijit Singh[00:00:00]
Written by:Indraadip Dasgupta/Srijato[00:00:03]
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ[00:00:37]
মন তোমাকে ছুঁয়ে দিলাম[00:00:45]
নাম বুকের বোতাম হারানো খাম[00:00:51]
আজ কেনো যে খুঁজে পেলাম[00:00:59]
দিন এখনও রঙ্গীন[00:01:05]
এই দিন এখনও রঙ্গীন[00:01:11]
তাকে আদরে তুলে রাখলাম[00:01:15]
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ[00:01:22]
মন তোমাকে ছুঁয়ে দিলাম[00:01:30]
নাম বুকের বোতাম হারানো খাম[00:01:36]
মন রাখা আছে কোন[00:02:14]
ঈশানকোণে বিষন্নতায়[00:02:19]
চোখ কাটাকুটি হোক[00:02:25]
সহজ খেলার সময় কোথায়[00:02:30]
এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায়[00:02:36]
সেরে যাক[00:02:44]
ফের সন্ধ্যে নামুক[00:02:48]
ব্যাথা তোমায় ছেড়ে যাক[00:02:52]
চুপ মূহুর্ত চুপ[00:02:59]
ঠোঁটের তুরুপ[00:03:04]
এই তোমাকে ছুঁয়ে দিলাম[00:03:07]
নাম বুকের বোতাম হারানো খাম[00:03:13]
আজ কেনো যে খুঁজে পেলাম[00:03:21]
ঠোঁট লুকিয়েছে চোখ[00:03:47]
যে রাস্তা যায় তোমার মনে[00:03:51]
চুল বুনেছে আঙ্গুল[00:03:58]
রাতের পিঠে তারা গুনে[00:04:03]
কেউ জানে না দিন[00:04:08]
ফিরবে কিনা কোনদিন[00:04:14]
নীল কুয়াশা ঘর[00:04:20]
ভুলে যাওয়াই সমীচীন।।[00:04:25]
চুপ মূহুর্ত চুপ[00:04:32]
ঠোঁটের তুরুপ[00:04:36]
এই তোমাকে ছুঁয়ে দিলাম[00:04:40]
নাম, বুকের বোতাম, হারানো খাম[00:04:46]
আজ কেনো যে খুঁজে পেলাম[00:04:54]
দিন এখনও রঙ্গীন[00:05:00]
এই দিন এখনও রঙ্গীন[00:05:07]
তাকে আদরে তুলে রাখলাম[00:05:11]
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ[00:05:17]
মন তোমাকে ছুঁয়ে দিলাম[00:05:25]
নাম বুকের বোতাম হারানো খাম[00:05:31]