• 转发
  • 反馈

《Bathroom》歌词


歌曲: Bathroom

所属专辑:Toker Jatno Nin

歌手: Chandrabindoo

时长: 04:14

播放 下载lrc歌词 下载纯文本歌词

Bathroom

Bathroom - Chandrabindoo[00:00:00]

Written by:Chandrabindoo[00:00:01]

এক ইংলিশ মিডিয়াম স্কুল[00:00:30]

কড়া ডিসিপ্লিনের ধ্বজা ওড়ে[00:00:33]

এক ইংলিশ মিডিয়াম স্কুল[00:00:36]

কড়া ডিসিপ্লিনের ধ্বজা ওড়ে[00:00:39]

হাফ প্যান্ট পরা স্যার অঙ্কের ক্লাস নেয়[00:00:42]

মিস ঢুকে মিনিস্কার্ট পরে[00:00:45]

মিস ঢুকে মিনিস্কার্ট পরে[00:00:50]

মিস ঢুকে মিনিস্কার্ট পরে[00:00:54]

তুমি বাংলায় বলবেনা কথা[00:00:57]

তুমি বাংলায় বলবেনা কথা[00:01:00]

তুমি টিফিনে খাবেনা পাউরুটি[00:01:03]

ফার্স্ট আর ফিফথ পিরিয়ডে যদি মিস বলে[00:01:06]

বাথরুমে যাবে গুটিগুটি[00:01:09]

বাথরুমে যাবে গুটিগুটি[00:01:14]

বাথরুমে যাবে গুটিগুটি[00:01:18]

কচি ছেলেদের চোখ হল ট্যারা[00:01:21]

কচি ছেলেদের চোখ হল ট্যারা[00:01:24]

বান্ধবীদের ড্রেস দেকে[00:01:27]

সেই ফ্রাস্টেশনে বাথরুমের দেয়ালে[00:01:30]

হিজিবিজি আঁকে আর লেখে[00:01:33]

হিজিবিজি আঁকে আর লেখে[00:01:38]

হিজিবিজি আঁকে আর লেখে[00:01:42]

একদিন সুন্দর সকালে[00:01:45]

এরকমই নামিদামী স্কুলে[00:01:48]

থার্ড পিরিয়ডে দেখা গেল এক ছাত্র[00:01:51]

ছোট্ট করে আঙ্গুল তুলে[00:01:54]

ছোট্ট করে আঙ্গুল তুলে[00:01:59]

ছোট্ট করে আঙ্গুল তুলে[00:02:03]

তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে না[00:02:06]

তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে[00:02:09]

আর থার্ড পিরিয়ডে পেল আবার[00:02:12]

তোমার থার্ড পিরিয়ডে পেল আবার[00:02:15]

বসে থাকো চেপেচুপে[00:02:18]

প্যান্ট ভিজে চুপচুপে[00:02:20]

এক চড়ে করে দেব সাবাড়[00:02:21]

এক চড়ে করে দেব সাবাড়[00:02:26]

এক চড়ে করে দেব সাবাড়[00:02:30]

বন্ধুরা দেখে হেসে হেসে[00:02:33]

আর প্রকৃতিও ডাকে ভালবেসে[00:02:36]

পেট তার[00:02:41]

ফেটে যায়[00:02:42]

সময় যে কেটে যায়[00:02:43]

এবারে বেঞ্চি যাবে ভেসে[00:02:44]

এবারে বেঞ্চি যাবে ভেসে[00:02:50]

এবারে বেঞ্চি যাবে ভেসে[00:02:55]

তলপেটে হয়[00:02:59]

খুব যাতনা[00:03:00]

তাই মনে জাগে বিপ্লবী চেতনা[00:03:02]

তলপেটে হয়[00:03:06]

খুব যাতনা[00:03:08]

তাই মনে জাগে বিপ্লবী চেতনা[00:03:10]

আন্টিও[00:03:14]

ছোট ছিল[00:03:15]

স্কুলে যেত[00:03:16]

ক্লাসে যেত[00:03:17]

তখন কি তার কিছু পেত না[00:03:18]

তখন কি তার কিছু পেত না[00:03:23]

তখন কি তার কিছু পেত না[00:03:27]

অবশেষে জেগে ওঠে শোষিত[00:03:30]

দিদিমনিই আসলে দোষীতো[00:03:32]

তাই সগর্বে করিল সে ঘোষণা[00:03:34]

আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম[00:03:36]

হ্যাঁ আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম[00:03:39]

আর থার্ড পিরিয়ডে যাবো আবার[00:03:42]

আর থার্ড পিরিয়ডে যাবো আবার[00:03:45]

যেতে দিবি না কেন দিদিমনি তুই[00:03:48]

বাথরুমটা কি তোর বাবার[00:03:51]

বাথরুমটা কি তোর বাবার[00:03:56]

বাথরুমটা কি তোর বাবার[00:04:00]

বাথরুমটা কি তোর বাবার[00:04:05]

বাথরুমটা কি তোর বাবার[00:04:09]