• 转发
  • 反馈

《Tip Tip Brishti》歌词


歌曲: Tip Tip Brishti

所属专辑:Tomar Shopno Niye Bachbo

歌手: Sonu Nigam

时长: 04:18

播放 下载lrc歌词 下载纯文本歌词

Tip Tip Brishti

Tip Tip Brishti - Sonu Nigam (索鲁·尼格姆)[00:00:02]

Written by:Prodip Saha[00:00:04]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:00:32]

আজ সারাদিন ধরে[00:00:37]

বিষন্ন ভাবোনায় কাটেনা সময়[00:00:41]

আসবে সে কেমন করে[00:00:45]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:00:50]

আজ সারাদিন ধরে[00:00:54]

বিষন্ন ভাবোনায় কাটেনা সময়[00:00:58]

আসবে সে কেমন করে[00:01:03]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:01:07]

আজ সারাদিন ধরে[00:01:11]

একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি[00:01:42]

কল্পনাতে শুধু তারই ছবি আঁকি[00:01:46]

ওওওও[00:01:54]

একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি[00:01:55]

কল্পনাতে শুধু তারই ছবি আঁকি[00:01:59]

বর্ষার কাব্য লাগে না যে ভাল[00:02:04]

বর্ষার কাব্য লাগে না যে ভাল[00:02:08]

তাকে শুধু মনে পরে[00:02:13]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:02:17]

আজ সারাদিন ধরে[00:02:21]

অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি[00:02:56]

নিরাশার মাঝে তবু মালা গাথি[00:03:01]

ওওওও[00:03:09]

অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি[00:03:10]

নিরাশার মাঝে তবু মালা গাথি[00:03:14]

বেদনার অশ্রু ঝরবে যে চোখে[00:03:18]

বেদনার অশ্রু ঝরবে যে চোখে[00:03:22]

সেকি তবে আসবে নাহি[00:03:27]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:03:31]

আজ সারাদিন ধরে[00:03:35]

বিষন্ন ভাবোনায় কাটেনা সময়[00:03:40]

আসবে সে কেমন করে[00:03:44]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:03:48]

আজ সারাদিন ধরে[00:03:53]

বিষন্ন ভাবোনায় কাটেনা সময়[00:03:58]

আসবে সে কেমন করে[00:04:02]

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে[00:04:06]

আজ সারাদিন ধরে[00:04:10]