所属专辑:Phele Asha Din
歌手: Amit Kumar
时长: 04:23
Ei Besh Aachhi - Amit Kumar[00:00:00]
Written by:Munna Raj[00:00:02]
এই বেশ আছি[00:00:47]
একলা মনের ছোট্ট ঘরে[00:00:49]
তোমার আকাশ খুঁজো তুমি[00:00:54]
আমার এই অন্তরে[00:00:59]
এই বেশ আছি[00:01:03]
একলা মনের ছোট্ট ঘরে[00:01:06]
তোমার আকাশ খুঁজো তুমি[00:01:11]
আমার এই অন্তরে[00:01:15]
এই বেশ আছি[00:01:20]
নদীর সাথে উজান বেয়ে[00:01:51]
ভেসে যাব যে চিরদিন[00:01:56]
পাখির গানের সুরে সুরে[00:02:01]
এ মন হবে যে উদাসীন[00:02:06]
নদীর সাথে উজান বেয়ে[00:02:11]
ভেসে যাব যে চিরদিন[00:02:15]
পাখির গানের সুরে সুরে[00:02:20]
এ মন হবে যে উদাসীন[00:02:25]
আমার জীবন[00:02:30]
ঝড়কে মুঠোয় বন্দি করে[00:02:32]
তোমার আকাশ খুঁজো তুমি[00:02:37]
আমার এই অন্তরে[00:02:42]
এই বেশ আছি[00:02:47]
রাখবে কি করে[00:03:06]
আমাকে ধরে[00:03:08]
যাবো আমি ঘর পালিয়ে[00:03:10]
তোমার দুচোখে নতুন দিনের[00:03:15]
স্বপ্ন দেব যে জ্বালিয়ে[00:03:20]
রাখবে কি করে[00:03:25]
আমাকে ধরে[00:03:27]
যাবো আমি ঘর পালিয়ে[00:03:30]
তোমার দুচোখে নতুন দিনের[00:03:35]
স্বপ্ন দেব যে জ্বালিয়ে[00:03:39]
ইচ্ছে আমার[00:03:44]
চাইলো ছুটি চিরতরে[00:03:46]
তোমার আকাশ খুঁজো তুমি[00:03:51]
আমার এই অন্তরে[00:03:56]
এই বেশ আছি[00:04:01]
একলা মনের ছোট্ট ঘরে[00:04:03]
তোমার আকাশ খুঁজো তুমি[00:04:08]
আমায় এই অন্তরে[00:04:13]
এই বেশ আছি[00:04:18]